ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে ২০২৫ ময়মনসিংহ বিভাগ প্রথম রানারআপ – সেরা স্বেচ্ছাসেবক উজ্জ্বল মিয়া - ভোরের সময় অনলাইন ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে ২০২৫ ময়মনসিংহ বিভাগ প্রথম রানারআপ – সেরা স্বেচ্ছাসেবক উজ্জ্বল মিয়া

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে ২০২৫ ময়মনসিংহ বিভাগ প্রথম রানারআপ – সেরা স্বেচ্ছাসেবক উজ্জ্বল মিয়া



ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে ২০২৫ উপলক্ষে ঘোষিত জাতীয় ফলাফলে সমগ্র বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ বিভাগ প্রথম রানারআপ হওয়ার সম্মান অর্জন করেছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে সেরা স্বেচ্ছাসেবক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশনের সভাপতি উজ্জ্বল মিয়া


উজ্জ্বল মিয়ার এই সাফল্যে আনন্দে উচ্ছ্বসিত পুরো সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশন পরিবার। হোগলা ইউনিয়নের গর্বিত সন্তান হিসেবে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ২ নং হোগলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম খোকন, এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম আরিফ। 


তারা বলেন এই অর্জন শুধু একজনের নয়, ময়মনসিংহ বিভাগের সকল স্বেচ্ছাসেবকদের সম্মিলিত সফলতা।


তারা আরও জানান, স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠাই আজকের এই সাফল্যকে সম্ভব করেছে। এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে এবং নতুন স্বেচ্ছাসেবকদের পথ তৈরিতে অনুপ্রেরণা যোগাবে।


উজ্জ্বল মিয়ার প্রতিক্রিয়া পুরস্কার প্রাপ্তির পর উজ্জ্বল মিয়া আবেগঘন কণ্ঠে বলেন তুফান ছিল, পথও ছিল কঠিন তবু আমার তরী থামাইনি। আজকের জাতীয় পুরস্কার কারও কাছে হয়তো কেবল একটি সার্টিফিকেট কিন্তু আমার কাছে এটি পাঁচ বছরের অদম্য পরিশ্রমের উজ্জ্বল স্বীকৃতি।”

তিনি আরও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন “এই অর্জনের পেছনে যাদের ছোট-বড় অবদান আছে, যাদের স্পর্শে আমার পথচলা শক্তি পেয়েছে—তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞ। সবার আগে কৃতজ্ঞতা জানাই আমার মা–বাবাকে, যাদের ভালোবাসা, সাহস আর আশীর্বাদ আমাকে প্রতিদিন নতুন করে জাগিয়েছে। কৃতজ্ঞতা জানাই ভলান্টিয়ারিংয়ের প্রথম দিন থেকে পাশে থাকা মানুষের প্রতি, আমার জন্মভূমির মানুষদের প্রতি, এবং সকল সাথী, শুভাকাঙ্ক্ষী ও পরামর্শদাতাদের প্রতি।

সবশেষে, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাকে রাখবেন। এই পথচলা শুধু আমার নয়—আমাদের সবার।”**

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ